বিনোদন

৬ মাসে ১৮ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন বাঁধন

ব্যাস্ত ইন্ডাস্ট্রির নানামুখী চাপ থেকে ব্যাক্তিজীবন সব জায়গায় তারকাদের জীবনের সংগ্রাম নতুন কিছু নয়। তবে সেই সংগ্রাম যখন সাহস, আত্মবিশ্বাস এবং সুস্থতার গল্প হয়ে ওঠে, তখন তা অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। ঠিক এমনই এক পরিবর্তনের গল্প নিয়ে হাজির অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
17657956742716773.jpg
৬ মাসে ১৮ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন বাঁধন | ফাইল ছবি

১৫ ডিসেম্বর, ২০২৫
Fallback Advertisement

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে শোবিজে পা রাখার পর থেকে নাটক, ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রে নিজের স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সম্প্রতি ৪০ বছরের বাঁধন তার অভিনয় নয়, বরং ফিটনেস ও রূপান্তরের কারণে অনুরাগীদের চমকে দিয়েছেন।

             

সম্প্রতি নিজের ফিটনেস যাত্রা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধন জানালেন কিভাবে ৭৮ কেজি থেকে মাত্র ৬ মাসে ৬০ কেজিতে এসেছেন। তিনি লিখেছেন, “মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস এবং বংশগত কারণে ওজন বেড়েছিল। কিন্তু সঠিক চিকিৎসকের পরামর্শ, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের সাহায্যে আমি ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।”

বাঁধন জানিয়েছেন, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মেয়ে, যিনি তাকে শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনধারার দিকে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন, “এটি শুধু ওজন কমানো নয়, এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানের প্রতীক।

 

অনুরাগীরা বাঁধনের এই রূপান্তর দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, একজন লিখেছেন, “ওয়াও! এটি অনুপ্রেরণামূলক,” আরেকজন লিখেছেন, “সত্যিই চমৎকার!”

 

এদিকে বাঁধন বর্তমানে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। তিনি বলেন, “আমার মেয়ে আমাকে এই সিনেমায় কাজ করার জন্য উৎসাহ দিয়েছে। দীর্ঘদিন পর হুমায়ূন আহমেদের গল্পে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ।

আজকাল/১৫ ডিসেম্বর /এমআরএ

শেয়ার

Releted News

test

বিজ্ঞাপন কর্নার।

সম্পাদক ও প্রকাশক : শাহ্‌ নেওয়াজ
ফোন: +1646 267-7751 ফ্যাক্স: 718-865-9130
ঠিকানাঃ 71-16 35th Ave, Jackson Heights, NY 11372, USA.
ইমেইল: ajkalnews@gmail.com , editor@ajkalusa.com
কপিরাইট © ২০২৪ সাপ্তাহিক আজকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
অনুসরণ করুন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed With Love ByFlixza Global