সারা বাংলা
হরেদরে মামলা দিয়ে হয়রানি ছাত্রদল নেতার, দায় নিতে নারাজ সংগঠন

অহেতুক মামলা দিয়ে হয়রানি করায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় কথিত ছাত্রদল নেতাকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছে উপজেলা ছাত্রদল । শনিবার (৪ ডিসেম্বর) মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেন সংগঠনটির উপজেলা আহ্বায়ক ফেরদৌস হোসেন খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকুজ্জামান তারেক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহারাজের ছেলে মো. সোহেল আহম্মেদ রুবেল মিয়া দীর্ঘদিন ধরে নিজেকে ছাত্রদলের পদধারী নেতা এবং মঠবাড়িয়া থানার দালাল পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে হয়রানি করে আসছেন। এ ধরনের অভিযোগ সংগঠনের নজরে এলে বিষয়টি যাচাই-বাছাই করা হয়।
উপজেলা ছাত্রদল জানায়, সোহেল আহম্মেদ রুবেল মিয়ার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। তিনি ছাত্রদল বা বিএনপির নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বা হয়রানি করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তি বিশেষের অসদাচরণের দায় ছাত্রদলের ওপর বর্তাবে না। সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া পরিচয়ধারীদের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর রুবেলের কাজই হলো আওয়ামী লীগ নেতাদের সাথে থাকা কোনো ছবি পেলেই তার নামে থানায় মামলা দেয়া। টাকার বিনিময়ের আবার রফাদফা করতেন। যারা টাকা না দিতেন তাদের আওয়ামী লীগের মামলা দিয়ে গ্রেফতার করতেন।
জানা গেছে, মঠবাড়িয়া আব্দুল ওহাবিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেনকে ওলামালীগ সাজিয়ে তাকে গ্রেফতার করায় রুবেল। দুই মাস জেল খেটে জামিনে বের হন তিনি।
এ বিষয়ে অধ্যক্ষ বলেন, সারাদেশে প্রতিষ্ঠানগুলোতে তৎকালীন সরকারের নেতাদের বাইরে গিয়ে কিছু করা যেতো না। আমি এই নিয়ন্ত্রণের বাইরে ছিলাম না।
আজকাল/৫ ডিসেম্বর/ এমআরএ
শেয়ার
Releted News
বিজ্ঞাপন কর্নার।






