সারা বিশ্ব
ভরা মঞ্চে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গালি দিলেন ট্রাম্প, সমালোচনার ঝড়!

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হুমকি দিতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ট্রাম্প ওই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভেনিজুয়েলার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সম্প্রতি মাদুরো যুক্তরাষ্ট্রের চাপ কমাতে দেশটির প্রাকৃতিক সম্পদে বড় ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “তিনি সবকিছু দিতে রাজি, কারণ তিনি আমেরিকার সঙ্গে ঝামেলা করতে চান না।” এসময় তিনি মাদুরোকে উদ্দেশ্য করে একটি অশ্লীল বাক্য উচ্চারণ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার একটি মাদকবাহী সাবমেরিনে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। তিনি বলেন, “এটি কোনও নিরীহ লোকের দল ছিল না, এটি ছিল মাদক পরিবহনের সাবমেরিন।”। অন্যদিকে ভেনেজুয়েলা সরকার এই হামলাকে “অবৈধ ও আগ্রাসনমূলক” বলে আখ্যা দিয়েছে।
উল্লেখ্য, এটিই প্রথম নয়, এর আগেও ট্রাম্প কূটনৈতিক আলোচনায় অশালীন ভাষা ব্যবহারের জন্য সমালোচিত হয়েছেন। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের এমন বক্তব্য আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক শালীনতার মানকে প্রশ্নের মুখে ফেলছে।
আজকাল/১৮অক্টোবর২৫/আজা
শেয়ার
Releted News
বিজ্ঞাপন কর্নার।






